বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকেও পরিবর্তন আসে। ত্বক হয়ে পড়ে নিস্তেজ ও ঝুলে যায়। কিন্তু কিছু ঘরোয়া উপায় মেনে চললে ত্বক আবার টানটান ও উজ্জ্বল হয়ে উঠতে পারে। ঘরোয়া টিপস: ১. ডিমের সাদা অংশ: ডিমের সাদা অংশ মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এটি ত্বক টানটান করে ও পোরস ছোট করে। ২. মধু ও লেবুর মিশ্রণ: ১ চামচ মধু ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগান। এটি স্কিন টাইটনিং এর সাথে সাথে স্কিন ব্রাইট করে। ৩. অ্যালোভেরা জেল: প্রতিদিন ঘুমানোর আগে অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বক থাকে ময়েশ্চারাইজড ও ফার্ম। ৪. গোলাপজল ও গ্লিসারিন: রাতে ঘুমানোর আগে গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে মুখে লাগান। এটি ত্বকের ইলাস্টিসিটি বাড়ায়। টিপস: পর্যাপ্ত পানি পান করুন, পর্যাপ্ত ঘুম নিন এবং চিনি কম খান। এগুলোও ত্বক টানটান রাখতে সাহায্য করে।